স্টাফ রিপোর্টার:
জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ব্যানার ফেস্টুন ও পোস্টারে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের ছবি ব্যতীত কোনো নেতাকর্মীর ছবি ছাপানো বা প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। ৯ আগস্ট সোমবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদাউস মোরশেদ জুয়েল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫আগস্ট কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, গরীব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ এবং বিভিন্ন উপাসানালয়ে বিশেষ প্রার্থনা আয়োজন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সকাল ৮ ঘটিকায় জেলা আওয়ামী লীগ কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে কালোব্যাজ ধারণ। সকাল সাড়ে ৮টায় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টা ৪৫ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। দুপুর ১ টা ৩০ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে গরীব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ। বিকেল ৫ টা ৩০ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ প্রার্থনা আয়োজন করা হবে চাঁদপুরের বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায়। প্রেস বিজ্ঞপ্তিতে সকল কর্মসূচীতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। এবং জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ব্যানার ফেস্টুন ও পোস্টারে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের ছবি ব্যতীত কোনো নেতাকর্মীর ছবি ছাপানো বা প্রচার করা যাবে না জানানো হয়।