নজরুল ইসলাম আতিক:
ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষ দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সাথে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় একদিন আগেই কলেজের ঈদের ছুটি শুরু হওয়ার কথা জানান তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা প্রায়ই দেখি ঢাকা কলেজের শিক্ষার্থী ও আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে নানান বিষয়ে নানান রকম বাকবিতন্ড হয় এবং সেই বাকবিতন্ড অনেক সময় সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই সংঘর্ষ যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার বিষয়গুলো আমরা দেখছি।
তিনি বলেন, যেহেতু সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২০ তারিখ ক্লাস শেষে বন্ধ হওয়ার কথা রয়েছে। কিন্তু ঢাকা কলেজে যেহেতু ক্লাসের কোনো পরিবেশ নেই। কাজেই ১৯ এপ্রিল থেকেই সেখানে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। ঈদের ছুটিতে সকলে বাড়ি চলে যাবে এবং আশা করছি হল গুলো সব বন্ধ থাকবে।
মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে সকাল থেকে হয়তো যদি থাকতো তাহলে হয়তো জানি না আরেকটু ভালো হতে পারতো। তবে তারাও চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত করে যাচ্ছে। আমি বলব পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল পক্ষকে একটু শান্ত হতে হবে।
মন্ত্রী আরো বলেন, সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ভাবে উস্কানি দিয়ে, বিভিন্ন রকম গুজব ছড়িয়ে পরিস্থিতিকে খারাপ করার একটা অপচেষ্টা চলছে। তাই আমি শিক্ষার্থী, ব্যবসায়ী ও শ্রমিক ভাইদের অনুরোধ করব কোন ধরনের কোন গুজবে কান না দেয়ার জন্য। যেহেতু রোজার দিন তাই সবাই শান্ত হয়ে পরিস্থিতি শান্ত করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে।
মন্ত্রী বলেন, পুরো বিষয়টি দেখার জন্য গতকাল রাত থেকেই শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক যুক্ত রয়েছেন। আমরাও বিষয়গুলো দেখছি। আমি সকাল থেকেই মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়, আইজিপি মহোদয় ও কমিশনার মহোদয়ের সাথে বারংবার কথা বলছি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে বারবার কথা বলেছি। পাশাপাশি আমাদের ছাত্র নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে। আশা করছি পরিস্থিতি দ্রæতই শান্ত হয়ে আসবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকেই ধৈর্য ধরতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, নৌ পুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী সহ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।