সাগর আচার্য্য:
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সংস্কারের অভাবে ৬৫ কিলোমিটার জুড়ে অসংখ্য টিউমারের (জমে ফুলে উঠা পিচ ঢালাই) সৃষ্টি হয়েছে। আর এসব টিউমারের কারণে অসুস্থ হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি। অপরদিকে প্রতিনিয়ত এই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও তেমন কোন চিকিৎসা চোখে পরেনি এখনো পর্যন্ত। এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত হালকা ও ভারী যানবাহন থেকে শুরু করে মোটরবাইকসহ বিভিন্ন যাত্রীবাহী বাস চলাচল করে।
চাঁদপুর-কুমিল্লা যাতায়াতের একমাত্র এই আঞ্চলিক দীর্ঘ মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে অনেক সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। বর্তমানে খানাখন্দের সাথে মহাসড়কে নতুন করে যুক্ত হয়েছে টিউমার। স্থানীয় জনগণ ও পরিবহন শ্রমিকরা এটিকে ‘মহাসড়ক টিউমার’ বলছেন। তারা বড় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে ব্যবস্থা নিতে এবং সড়কটি ফোর লেন করতে সরকারি সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ থেকে মুদাফফরগঞ্জ পর্যন্ত ঘুরে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে পিচ-পাথরে একাকার হয়ে সড়কের পাশে উঁচু হয়ে জেগে উঠেছে টিউমার। এছাড়াও সড়কের ওয়াপদা গেইট থেকে জেলা কারাগার পর্যন্ত বেশ কয়েকটি গর্ত ও সড়ক দেবে যাওয়ার অংশগুলো চোখে পরার মত। একদিকে ছোট বড় খানাখন্দ অপরদিকে সড়কের টিউমারে দিশেহারা হয়ে পড়ছে যানবাহনের চালকেরা। ফলে এ মহাসড়কটিতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
একাধিক যাত্রীবাহী বাস চালক জানান, বাসের চাকা গর্তে বা উঁচু উঁচু টিউমারের উপর উঠে গেলে বাসের মধ্যে ব্যাপক আকারে কম্পন সৃষ্টি হয়। যে কারণে যাত্রীদের গালমন্দ শুনতে হয় তাদের।
এ সড়কটি দিয়ে নিয়মিত চলাচলকারী মোটরবাইক চালক বাসুদেব দাস, সুজন আহমেদ, অনুক‚ল প্রামাণিকসহ একাধিক মোটরবাইক চালক জানান, অনেক সময় দূর থেকে এসব স্তুপ চোখে পড়ে না। কাছে গিয়ে দেখতে পেলে অনেক সময় বিপদের মুখে পড়তে হচ্ছে তাদের। এছাড়াও মাঝে মধ্যে পিছন থেকে আসা বড় গাড়িকে সাইড দিতে গিয়ে উঁচু টিউমারের উপর চাকা উঠে গেলে গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পরে। যার ফলে বিপদের সম্মুখিন হতে হয়। মহাসড়ক থেকে অতিদ্রুত এসব টিউমার অপসারনের দাবী জানান তারা।
এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন দৈনিক শপথকে জানান, চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের অধীনে থাকা আঞ্চলিক মহাসড়ক সংস্কারের টেন্ডার ইতোমধ্যে পাশ করেছে। এখন ঠিকাদার ওয়ার্ক প্ল্যান দিলে সড়কের যতগুলো খারাপ রাস্তা রয়েছে অতি শীঘ্রই সবগুলো মেরামতসহ মহাসড়কের উঁচু পিচ ঢালাইয়ের স্তুপ (টিউমার) অপসারন করা হবে।