সাগর আচার্য্য:
নিম্নচাপের প্রভাবে গতকাল সোমবার থেকে অব্যাহত বৃষ্টিপাতে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডস্থ মঠখোলায় এলাকার জনু গাজী মাদ্রাসা রোডে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। আর এতে বেড়েছে এলাকাবাসীর দুর্ভোগ।
এর আগে গত মঙ্গলবার (৩ মে) ঈদের দিন বৃষ্টি থাকায় মানুষ ঘর থেকে তেমন বের হয়নি। কিন্তু পরেরদিন বুধবার (৪ মে) সকাল বেলার প্রচুর বৃষ্টি হয়। পরে বৃষ্টি থামার পর সকাল থেকেই রাস্তায় দেখা গেছে মানুষের ভিড়। এলাকার রাস্তা সংস্কার কাজ বছরখানেক আগে শুরু হলেও কি কারণে তা বন্ধ হয়েছে তা এলাকাবাসীর অজানা। পুরানো রাস্তার কার্পেটিং তুলে ফেলার কারণে রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে খানাখন্দ। বৃষ্টিতে রাস্তার এসব খানাখন্দে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণের পোহাতে হয়েছে নানা দুর্ভোগ।
পথচারীদের সঙ্গে আলাপ করে জানা যায়, রাস্তা খোঁড়াখুঁড়ির করায় পাথরগুলো ছড়িয়ে ছিটয়ে থাকার কারণে জনসাধারণের চলাফেরা কষ্টসাধ্য হয়ে পরেছে। হাঁটতে গেলেই পা পাথরের উপর পরে পিছলে যাচ্ছে কিংবা পাথরের কোনা পায়ে ঢুকে আহত হবার মত ঘটনাও ঘটেছে। এই রাস্তায় বৃদ্ধ বয়সের মানুষের হাঁটতে সবচেয়ে বেশি কষ্ট বলে জানান তারা। নানান সমস্যা থেকে উত্তরণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী।