নজরুল ইসলাম আতিক:
চাঁদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান নিয়েছে। মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড়-হায়াতপুর গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। এবং বিয়ের দাবিতে এক পর্যায়ে সে ঘুমের ওষুধ খায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
জানা যায়, বিয়ের দাবিতে পরেশ সরকারের ছেলে শম্ভু সরকারের বাড়িতে নারায়নগঞ্জের চাষারা এলাকার বাসিন্দা লিটন সরকারের কলেজ পড়ুয়া মেয়ে (১৮) এসে হাজির হয়। এ সময় শম্ভু সরকারের ঘরে কোন লোকজন না থাকায় স্থানীয় ইউপি সদস্য মোঃ মানিক হোসেন একই বাড়ির গ্রাম পুলিশ সুনীল সরকারের ঘরে মেয়েটিকে আশ্রয় দেয়। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে মেয়েটিকে দেখতে এলাকার লোকজন বাড়িতে এসে ভিড় জমায়।
মেয়েটি সাংবাদিকদের বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ চার বছর ধরে শম্ভু সরকার আমার সাথে সম্পর্ক করে আসছে। সম্প্রতি আমি শম্ভুকে বেশ কয়েকবার ফোন দিলে সে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করে এবং সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। শম্ভুর কোন প্রকার খোঁজখবর না পেয়ে আমি বিয়ের দাবিতে তার বাড়িতে এসেছি।
যদিও শম্ভু সরকারকে তার বাড়িতে খুঁজে পাওয়া যায়নি এবং তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার মা সাংবাদিকদের জানান, অন্তরার সাথে আমার ছেলের সম্পর্ক রয়েছে বিষয়টি আমরা জেনেছি। খবর পেয়ে আমার বড় ছেলে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, গতকাল মেয়েটি ঘুমের ওষুধ খেয়েছিল তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়ের পরিবারের লোকজন নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে এবং পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে বলে আমরা জানি। এরপরও যদি আইনানুগ কোন পদক্ষেপ নিতে হয় আমরা তা নেব।