ডেস্ক রিপোর্ট:
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২৩ লাখ ৩০ হাজার ৯৮৭ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৫৮ জনের। আর ৫ লাখ ৯৭ হাজার ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা ভাইরাস নিয়ে প্রতি মুহূর্তের আপডেট জানানো ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে সকাল ৯টায় এসব তথ্য জানা গেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় ৩৯ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। আর এতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন। শুধু নিউইয়র্কে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এখন ২ লাখ ৪১ হাজার ৪১ জন। আক্রান্তদের মধ্যে ১৭ হাজার ৬৭১ জন মারা গেছেন। এর মধ্যে শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিকে এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৪১৬ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ২০ হাজার ৬৩৯ জনের। ইতালিতে ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৩ হাজার ২২৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৯৩ জন, মারা গেছেন ১৯ হাজার ৩২৩ জন।
জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন, মারা গেছেন ৪ হাজার ৫৩৮ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২১৭ জন, মারা গেছেন ১৫ হাজার ৪৬৪ জন। চীনে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭৩৫ জন, মারা গেছেন ৪৬২ জন।
করোনা ভাইরাসে মৃত্যুর দিক থেকে প্রথম অবস্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে ইতালি।