মেহেদী হাসান দিপু, ঢাকা:
সারা বিশ্বে করোনার প্রভাব থেমে নেই। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা লম্বা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ি সারা বিশ্বে ৩৯লাখ ৩০হাজার ৪শ ৮৪জন আক্রান্ত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২লাখ ৭০হাজার ৮শ ৭৯জন।
আর সুস্থ হয়েছে ১৩লাখ ৪৭হাজার ৯শ ৭০জন।
অপরদিকে বাংলাদেশের চিত্রও ক্রমস সংকটের দিকে যাচ্ছে। অথচ মানুষ নিজের মতো করে লক ডাউন শিথিল করে নিয়েছে। স্বাস্থ অধিদপ্তরের শুক্রবারের ব্রিফিং অনুযায়ী , বাংলাদেশে আক্রান্ত ১৩হাজার ১শ ৩৪জন। মারা গেছে ২০৬। সুস্থ হয়েছে ২১শ ১জন।