ডেস্ক রিপোর্ট:
বিশ্বজুড়ে প্রতিদিন করোনাভাইরাস কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ। বিশ্বে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা পর দেখা যায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ৬৬৯ জন। মারা গেছেন এক লাখ ৫০ হাজার ৬২৫ জন। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৩ হাজার ৭৮১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণের পর থেকে মোট ৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩৮ জন।