স্টাফ রিপোর্টার:
মহামারি করোনায় সারা বিশ্ব দিশেহারা। ইতোমধ্যে তিনলক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। আর আক্রান্ত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুত্রে জানা যায়, মহামারি করোনায় সারা বিশ্বে ৩লাখ ৩হাজার ৬শ ৬১জন মারা গেছেন। আর করোনায় আক্রান্ত হয়েছে ৪৫লাখ ৪২হাজার ৩শ ৮৬জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৭লাখ ১২হাজার ৪শ ৮৭জন।
আর বাংলাদেশের বর্তমান অবস্থা হলো এর্যন্ত করোনায় মারা গেছেন, ২শ ৯৮জন। মোট আক্রান্ত হয়েছে ২০হাজার ৬৫। আর সুস্থ হয়েছে ৩হাজার ৮শ ৮২জন।