স্টাফ রিপোর্টার:
ফ্রান্সে বিশ্বনবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম চাঁদপুর জেলা শাখা। আজ শুক্রবার বিকেলে শহরের বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশ্বনবী (সা.)কে অবমাননাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশ চাঁদপুর শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা আনওয়ারুল করিম।
সমাবেশ শেষে পুলিশি প্রহরায় শহরের শপথ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে ইলিশ চত্বরে মিছিল শেষ হয়।