স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ও ধর্মানুরাগী কার্তিক সাহা (৬৮) পরলোক গমন করেছেন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টায় তার নিজ বাড়ি পুরান বাজার নিতাইগঞ্জে পরলোক গমন করেন। তাকে দেখতে হাজার হাজার লোক সমবেত হন। তিনি ক্রীড়া জগৎ নাট্য শিল্পের লোকদের কাছে অনেক প্রিয় ছিলেন। চাঁদপুরের বিভিন্ন মন্দির, চাঁদপুর মহা শশ্মানে বহু আর্থিক অনুদান এবং সহযোগিতা ছিল চোখে পরার মত।কার্তিক সাহার মৃত্যুতে সর্বমহলে যেন শোকের ছায়া নেমে আসে। সোমবার রাত ১২ টায় চাঁদপুর মহাশ্মশানে তার শেষকৃত্য করা হয়। স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। কার্তিক সাহার মৃত্যুতে গভির শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় ভৌমিক। তিনি শোক বার্তায় বলেন কার্তিক সাহা ছিলেন চাঁদপুর শহরে হিন্দু সম্প্রদায়ের কাছে সবচেয়ে পরিচিত। তিনি বিভিন্ন মন্দিরে ব্যাপক ভূমিকা রেখেছে। চাঁদপুর মহাশশ্মানের উন্নয়ন কর্মকান্ড ভূমিকা রেখেছেন। আমরা হরিবোলা সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
পেছনের পাতায় সিঙ্গেল কলামে।
আজ,
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।