মোঃ মজিবুর রহমান রনি:
হাজীগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবন থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তাকে একজন মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন (৩৮)। তিনি শাহরাস্তি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে মৃত মোজাম্মেল হোসেন তার বোনকে নিয়ে স্থানীয় কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে যায়। তার বোন বাড়িতে গেলেও তিনি বাড়িতে অবস্থান নেন নি। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেন তার নিকট আত্মীয়রা।
পরে মঙ্গলবার বিকেল ৫টায় ওই এলাকার জনৈক ব্যক্তি হরিপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনের একটি শ্রেণি কক্ষের রুমে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার পলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল ও উপ-পরিদর্শক (এসআই) মহসিনসহ সঙ্গীয় ফোর্স ঘটমাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে তার মরদেহ উদ্ধার করি। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানতে পেরেছি। সে ওই দিন কবিরাজী চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।