এইচ.এম নিজাম:
চাঁদপুরে বিকাশ প্রতারক চক্রের জালে পা দিয়ে ৩০ হাজার টাকা খোয়ালেন এক পুলিশ সদস্য। ২১ আগস্ট শনিবার শিপন নামে বিকাশ গ্রাহক ও চাঁদপুর রেলওয়ে থানার পুলিশ সদস্যের সাথে এই ঘটনা ঘটে। জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় চাঁদপুর শহরের কালিবাড়ি কোট স্টেশনে দায়িত্ব পালন করছিলেন। এসময় রেলওয়ে পুলিশ সদস্য শিপনের ব্যক্তিগত মোবাইলের বিকাশ নাম্বারে (০১৮২৯৬৩২৪৫) একটি ফোন আসে। প্রতারক চক্রটি তাকে ফোন দিয়ে বলে তার বিকাশ একাউন্ট বন্ধ করা হয়েছে। টাকা পাঠালে সচল কর হবে। তখন পুলিশ সদস্য শিপন কালিবাড়ি এলাকার নকিয়া টেলিকমে গিয়ে উল্লেখিত নম্বরে দুই বারে ৩০ হাজার টাকা পাঠান। কিন্তু সেই একাউন্টে কোনো টাকা জমা হয় না। বরং প্রতারক চক্র ওই ৩০ হাজার টাকা প্রতারণা করে নিয়ে যায়। পুলিশ সদস্য শিপন প্রতারকের কথা মতো আরো টাকা বিকাশ করতে চাইলে নকিয়া টেলিকমের মালিক মোবারক শিকদারর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শিপনকে আর টাকা পাঠাতে নিষেধ করেন।
এরপর দোকানের মালিক পুলিশ সদস্যের কাছে টাকা চাইলে ফাদে পরা পুলিশ সদস্য নিজেকে আইনের লোক দাবী করে বলেন, এসব নিয়ে তারা খেলা করেন। দোকান মালিক তাকে বাধা দিয়ে বড় ধরনের প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করেন। পরে কয়েক ঘন্টা নকিয়া টেলিকমে অবস্থান করে বাড়ি থেকে বিকাশের মাধ্যমে টাকা এনে দোকান মালিকের বিল পরিশোধ করে কর্মস্থলে ফিরে যান পুলিশ সদস্য শিপন।
আজ,
বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।