রহমান রুবেল:
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে কালীবাড়ি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, বিএনপি নেতা, দেওয়ান শফিকুজ্জামান, মনিরুজ্জামান বাবলু, মনির চৌধুরী, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীসহ বিভিন্ন ইউনিটের কর্মী-সমর্থকরা অংশ নেয়। অপ্রতিকর ঘটনা এড়াতে এসময় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অবৈধ এই সরকার জেল জুলুম দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। এই জুলুমবাজ সরকারের মিথ্যা মামলায় মানিক ভাইকে জেলে আটকে রাখা যাবে না। আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় মালিক ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
উল্লেখ, গতকাল রোববার ২০১৮ সালের ৭ অক্টোবর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক নাশকতা মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।