নজরুল ইসলাম আতিক:
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন না। বিএনপি-জামাত এই বিষয়ে সারাজীবন মিথ্যাচার করেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি আরো বলেন, জিয়াউর রহমান চট্টগ্রামে যখন নিহত হন শুনতে পাওয়া যায় সেখান থেকে অনেক দূরে নিয়ে গণ কবর দেওয়া হয়েছিল এবং সেটা কোথায় তা অধিকাংশই জানতেন না কেউ। তারপর যখন কফিন নিয়ে আসা হয় তখন কাউকেই সেই কফিনে কে আছে বা কি আছে তা দেখতে দেওয়া হয়নি। এমনকি তার স্ত্রী পুত্র কাউকেই বা তার দলেরও কাউকে দেখতে দেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে অতীতেও আলোচনা হয়েছে এবং এখনও হচ্ছে। ইতিহাসের কোন না কোনদিন উদঘাটিত হবেই।
তিনি বলেন, মিথ্যাচারের মাধ্যমে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক সাজানো হচ্ছে কিন্তু তিনি নিজে জীবিত অবস্থায় কোনদিন কাঁদাবি করেননি তা দাবি করেননি। কারণ তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন না বিএনপি-জামাত এই বিষয়টি নিয়ে সারাজীবন মিথ্যাচার করেছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীসহ দলীয় নেতৃবৃন্দ যে কথাটি বলেছেন আমি তাদের সাথে পুরোপুরি একমত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরমেয়র এড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ বিশ্বাস, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।
উল্লেখ্য,শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি দুই দিনের সরকারি সফরে গতকাল শুক্রবার সকাল দশটায় চাঁদপুরে আসেন। সকালে তিনি নিজ বাড়িতে পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন। শুক্রবার সারা দিনব্যাপী তিনি সরকারি এবং রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।