স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগ মধ্য ব-দ্বীপ শাখা বিআইডব্লিউটিএ’ র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) বিকেলে বড়স্টেশন বিআইডব্লিউটিএ পাইলট হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, চাঁদপুর বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), বিআইডব্লিউটিএ ঠিকাদার কল্যাণ সমিতি চাঁদপুর শাখা পরিষদ ও ফ্লোটিং ওয়াকার্স ইউনিয়ন (ভাসমান) চাঁদপুর শাখা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নৌ-সংরক্ষণ পরিচালনা বিভাগের যুগ্ন পরিচালক আবদুল্লাহ আল বাকী, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক শাহাদাত হোসেন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক মোঃ ইউসুফ, বাংলাদেশ কোষ্টগার্ড চাঁদপুর জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মো. তরিকুল ইসলাম, জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও বিআইডব্লিউটিএ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ঢালী, সিবিএ চাঁদপুর সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আখতার হোসেন, যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন সদস্য সচিব মোঃ শাহজালালসহ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন ভাসমান চাঁদপুর শাখার নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে দোয়া ও মোনাজাতের করেন দোয়াভাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ ইব্রাহিম।