রহমান রুবেল:
চাঁদপুরে ৯নং বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মুরাদ মিয়াজী (তালা) প্রতীক নিয়ে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছে নির্বাচনী মাঠে। প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার (৬ নভেম্বর) বালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তিনি বিভিন্ন সড়কের আশেপাশে, দোকানপাটে, অলিতে-গলিতে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ করেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এলাকার জনসাধারণের ইচ্ছায় তিনি এবার প্রার্থী হয়েছেন এমনটাই জানান এই প্রার্থী। বর্তমানে ৭নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, এদের মধ্যে বর্তমান মেম্বারও রয়েছেন।
মেম্বার প্রার্থী মো. মুরাদ মিয়াজী ওয়ার্ডে প্রচারণাকালে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নগন্য কর্মী। জনগণের ইচ্ছা আমি এবার নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি প্রার্থী হয়েছি জনগণের হক বুঝিয়ে দিতে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং সরকারের উন্নয়নে নিজিকে সামিল করতে (তালা) প্রতীকে অত্র ওয়ার্ডে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি ভোটারসহ সকল ভাইদের কাছে দোয়া কামনা করছি। আপনার যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমার উপর যে নৈতিক দায়িত্ব আপনারা তুলে দিবেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো।