বিল্লাল ঢালী:
বার্ড এর কার্যক্রমের বিরুদ্ধে বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগী ও হাপানিয়া এলাকার সাধারণ মানুষ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পরে তারা চাঁদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুমিল্লা রোড হতে পশ্চিম কুমারডুগী-হাপানিয়া সড়কটি প্রায় একশ বছরের পুরানো। এ সড়ক দিয়ে ১৫-২০ টি বাড়ির শ শ লোক যাতায়াত করে। স্কুল-কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম সড়ক এটি। বেশ কিছুদিন ধরে বার্ড এনজিও সংস্থা রাস্তাটি বন্ধের পাঁয়তারা করছে। বার্ড কর্তৃপক্ষ সড়কটির পাশেই ৫ শতংশ জমি ক্রয় করে দোতলা ভবন নির্মাণ শুরু করে। এবং
এনজিও অফিসের প্রধান কার্যালয় সাইনবোর্ড টানিয়ে কার্যক্রম পরিচালনা করছে এনজিওটি।এই অফিসের সামনে এবং পিছনে যাতায়াতের রাস্তাটি এলাকাবাসীসহ এনজিও কর্মীরা ব্যবহার করে আসছে।লাকাবাসী কখনো তাদেরকে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি।
বর্তমানে এনজিও কর্মকর্তারা এলাকাবাসীকে তাদের অফিসের সামনে দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মহিলাদের রিকশা থেকে নামিয়ে দিচ্ছে। ভ্যান গাড়ি ও পিকআপ আটকে দিচ্ছে বলে অভিযোগ করা হয়। এতে এলাকাতে মালামালসহ কোন গাড়ি প্রবেশ করতে পারছে না।স্থানীয় এনজিও এর আঞ্চলিক ম্যানেজার তারেক হাসান, রঞ্জন খান, মাকসুদ হাসান মিন্টু খানসহ অফিসের লোকজন এ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এলাকাবাসী এতে প্রতিবাদ করলে থানায় অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে এনজিওটির পক্ষ থেকে।
সম্প্রতি অফিসের পাশে অফিসের কর্মকর্তা কর্মচারীসহ এলাকার রিপন সরদার ও শাহজাহানকে মারধর ও রক্তাক্ত জখম করে। ঘটনায় উল্টো মিথ্যা অভিযোগ সাজিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে বার্ড এনজিও।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী জানায়, এই বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকাতে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার শঙ্কা রয়েছে।