সাগর আচার্য্য:
বাবুরহাট বাজারে প্রয়োজনের তাগিদে আসা নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য আলাদাভাবে কোনো টয়লেট নির্মাণ করা হয়নি। এতে জরুরি প্রয়োজনে মার্কেটে আসা এসব মানুষ পড়তে হয় বিড়ম্বনায়। তাই টয়লেট স্থাপন করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। বাজারের কয়েকজন ব্যবসায়ী দৈনিক শপথকে বলেন, বাবুরহাট বাজারে প্রয়োজনের তুলনায় সৌচাগার নেই বললেই চলে। বাবুরহাট বাজারের মধ্যবর্তী স্থানে যাও একটি গণটয়লেট আছে সেটিও রক্ষণাবেক্ষণের অবস্থা খুবই খারাপ। বেশির ভাগ সময়েই দেখা যায় বাথরুম নোংরা ও ব্যবহারের অনুপযোগী হয়ে থাকে। সেখানে হাত ধোয়ার উপকরণ বা সুযোগ নেই। মহিলাদের জন্য একেবারেই অনুপযোগী এই টয়লটে।
ব্যবসায়ীরা আরো বলেন, অনেকদিন আগে থেকেই আমরা বিভিন্ন সচেতন মহলকে এই বিষয়টি জানিয়েছিলাম। বাজারে আসা ক্রেতাসাধারণ, বিশেষ করে মহিলারা বিষয়টি নিয়ে পরেন বিপাকে। বাজারে যে বর্তমানে আছে তা মহিলাদের জন্য মোটেই নিরাপদ নয়। বাজার কর্তৃপক্ষ ও পৌরসভার সার্বিক সহযোগিতায় বাজারে মহিলাদের জন্য আলাদা টয়লেট নির্মাণ করা হলে বাজারে আসা মা, বোন ও শিশুরা স্বস্তি পাবেন। শীঘ্রই বাজারে নারীবান্ধব বাথরুম নির্মাণের জন্য যথাযথ মাধ্যমকে তারা অনুরোধ জানান।
বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান দৈনিক শপথকে বলেন, বাবুরহাট বাজারে নারীবান্ধব টয়লেট নির্মাণ এবং বাজার ব্যবসায়ীদের জন্য একটি শৌচাগার নির্মাণ করা জরুরি প্রয়োজন।
বাবুরহাট মধ্য বাজারে যে টয়লেট রয়েছে এবং বাজারের মতলব রোডে যে বাথরুমের কাজ প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এসব আসলে নারী ও শিশুদের ব্যবহারের অযোগ্য। প্রতিদিনই বাবুরহাট বাজারে প্রয়োজনে চাহিদা মেটাতে অসংখ্য মানুষ বাজারে আসছে। এ উদ্যোগের ফলে বাজারে আসা নারী ও শিশুরা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আমি এই ব্যাপারে বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির মিটিং এ নিশ্চই আলোচনা করবো এবং সকলের সম্মতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।