সাগর আচার্য্য:
চাঁদপুর শহরের বাবুরহাট বাজারের স্বনামধন্য পল্লী চিকিৎসক ও দাসদী সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী কৃষ্ণপদ দাস (কৃষ্ণা ডাক্তার) (৬৫) পরলোকগমণ করেছেন।
জানাযায়, কৃষ্ণপদ দাস দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে তার শারীরিক অবস্থা খারাপ হলে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শারিরিক অবস্থা বিবেচনা করে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করে। পরে তিনি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় মৃত্যুবরণ করেন।
কৃষ্ণপদ দাসের মৃত্যুর খবরে এলাকাবাসী ও বাবুরহাট ব্যবসায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি এলাকার সাধারণ মানুষ তথা গরীব খেটে খাওয়া মানুষের চিকিৎসক ছিলেন এবং চিকিৎসার সুবাদে সকলে তাকে কৃষ্ণা ডাক্তার বলে ডাকতেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সৎ, সদালাপী ও মিষ্টভাষী একজন মানুষ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ১মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ২৯ জানুয়ারি শনিবার দুপুর ২টায় চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডস্থ দাসদী দাস বাড়ির পারিবারিক শ্মশানে কৃষ্ণপদ দাসের শেষকৃত্য সম্পন্ন হয়।
এদিকে কৃষ্ণা ডাক্তারের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর মোঃ খায়রুল ইসলাম নয়ন মিজি, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আঃ কাদের, মোঃ রফিকুল ইসলাম, বাবুরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির দুলাল মাল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মহসিন মজুমদার লিটন, কাকন খান, বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বপন দে, ননী গোপাল আচার্য্য, সুভাষ পাল, বিজয় গোপাল আচার্য্য, সুদেব বণিক, ব্রজ গোপাল আচার্য্য, বিপ্লব আচার্য্য, দাসদী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি সুভ্রত রঞ্জন দাস ভুটু, সহ-সভাপতি পলাশ কুমার দে, কোষাধ্যক্ষ শ্যামল দাস, রাম দাস, প্রমুখ।
উল্লেখ্য কৃষ্ণপদ দাস ছিলেন দাসদী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সত্যজিৎ দাস ও বাংলাদেশ পুলিশ সদস্য উৎপল দাসের পিতা।