সাগর আচার্য্য:
অবৈধভাবে অবকাঠামো নির্মাণ করায় চাঁদপুর শহরতলী বাবুরহাট বাজারে ৮২ জন ব্যবসায়ীকে তাদের অবকাঠামোসহ তাদের মালামাল সরিয়ে নিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নির্দেশ দিয়েছেন। গত ৩অক্টোবর এমন নির্দেশনা দেয়া হয়েছে। যদিও মঙ্গলবার (২৬ অক্টোবর) কোন প্রকার নোটিশ বা উচ্ছেদ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ না করার জন্য চাঁদপুর জেলা প্রশাসককে অনুরোধ করেছেন বাবুরহাট বাজারের ব্যবসায়ীরা। জেলা পরিষদ থেকে লীজ নিয়ে ব্যবসা পরিচালনা করা ৮২জন ব্যবসায়ী জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনের মাধ্যমে এই অনুরোধ করেন।
বাবুরহাট বাজারের ভুক্তভোগী কয়েকজন ব্যবসায়ী দৈনিক শপথকে বলেন, গত ২বছর ধরে চলমান করোনাকালীন সময়ের কারণে এমনিতেই ব্যবসার নাজেহাল অবস্থা। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই চলছে ঋণের উপর। আমরা ঘুরে দাঁড়ানো চেষ্টার সময়কালে এমন সিদ্ধান্ত যেন বিনা মেঘে বজ্রপাত। আমাদের একেকটি প্রতিষ্ঠানের উপর নির্ভর করে বেঁচে আছে পুরো পরিবার।
ব্যবসায়ীরা আরো বলেন, লিজ থাকা সত্ত্বেও চাঁদপুর জেলা পরিষদ এই সম্পত্তিতে বহুতল ভবন ও মার্কেট নির্মাণের বিজ্ঞপ্তি প্রচার করেন। বাজারের ব্যবসায়ীরা এই উচ্চমূল্যের সিডিউল বিপক্ষে হাইকোর্টে রিট পিটিশন ৪২৬০/২০১৯ দায়ের করেন ও হাইকোর্ট রুল ও নিষেধাজ্ঞা জারি করেন। করোনাকালীন সময় ব্যবসায়ীদের দায়েরকৃত রিট পিটিশন হাইকোর্ট খারিজ করে দেয়। উক্ত রিট পিটিশন খারিজ এর বিরুদ্ধে ব্যবসায়ীগণ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ১৭৭৫/২০২১ দায়ের করেন যা শুনানীর জন্য চলমান রয়েছে বলে জানা যায়।
ব্যবসায়ীদের করা জেলা প্রশাসক বরাবর আবেদনে উল্লেখ করা হয়, আদালতে স্থিতাবস্থা ও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জেলা প্রশাসক দপ্তর হতে কোন ধরনের নোটিশে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন বেআইনি ও আদালত অবমাননার শামীল। এছাড়াও আবেদনে বলা হয় আপিলেট ডিভিশনে কোন মামলা পেন্ডিং থাকা অবস্থায়, কোন স্থিতাবস্থা না থাকলেও নিম্ন কোর্ট কিংবা কোনো সরকারি কর্তৃপক্ষ কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না। ব্যবসায়ীরা মনে করেন সংকটকালীন এই সময়ে জেলা প্রশাসক সর্বদিক বিবেচনা করে সময়োপযোগী সিদ্ধান্ত দিবেন বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।