সাগর আচার্য্য:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বাবুরহাট মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত শটপিচ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বাবুরহাট মাদক বিরোধী কমিটির সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশিদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আবদুর রশিদ বলেন, বাবুরহাট মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটিকে সাধুবাদ জানাই। এই কমিটির যেকোন ভালো কাজে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যাপক সালেহ উদ্দিন জিন্নাহ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাহ আলম মজুমদার নান্নু, যুগ্ম আহ্বায়ক হোসেন শেখ, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন রায়, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন বাবুরহাট মাদক বিরোধী কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাবুরহাট মাদক বিরোধী কমিটির সিনিয়র সহ-সভাপতি চন্দন দে, ডাঃ শফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাসুদ মাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান জুয়েল, হাসান মাল প্রমুখ। অনুষ্ঠান শেষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।