প্রিয়তা সাহা প্রিয়া:
‘বাবা শুধু একজন মানুষ নন, শুধু একটি সম্পর্কের নামও নয়, বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ।’ একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মায়ের পরে যে শব্দটা আগে বেরিয়ে আসে তার অন্যতম হচ্ছে বাবা। এজন্য বাবা সন্তানের কাছে চিরন্তন আস্থার প্রতীক, পরিচয়ের পতাকা। বাবা ছোট একটি শব্দ হলেও এর ব্যাপকতা বিশাল। এই ডাকটির মাঝে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা, নিরাপত্তা, নির্ভরতা। একজন মানুষের জীবনে এই বাবা শব্দটি সর্বাধিক বেশি বার উচ্চারণ করতে হয়। বাবা শব্দটির সাথে অপার স্নেহ ও মমতার মিশেলে এক দৃঢ় বন্ধনে জড়িয়ে থাকে সন্তান। বাবার ভালোবাসা, স্নেহ ও আদর অতুলনীয়। একজন বাবাই সন্তানকে দেন ভরসা, সঠিক পথের দিশা ও ভালো কাজে দেন অনুপ্রেরণা।
আমি একজন এমন বাবাকে দেখেছি যিনি হলেন আমার বাবা। আমার বাবার সন্তান হতে পেরে নিজকে গর্বিত মনে করি। যিনি হাসিমুখে আমার সব আবদার পূরণ করে চলেছেন সবসময়। শত শাসন শর্তেও এক নিবিড় ভালোবাসা দিয়ে আগলে রাখেন আমার বাবা। আমি যদি কোনো কারণে কখনো রাগ করি বাবা ঠিকই বুঝতে পেরে আমার প্রিয় জিনিসটা আমার চোখের সামনে হাজির করেন। আমার মুখের হাসির জন্য ত্যাগ স্বীকার করে আনন্দ খুঁজে পান। সারাদিন কঠোর পরিশ্রমের পর যখন বাসায় ফেরেন তার আগেই আমাকে ফোন দিয়ে কী লাগবে সেই সম্পর্কে জেনে নেন।
আমার অসুস্থতায় সমস্ত আরাম-আয়েশ বিসর্জন দিয়ে নিজের সব প্রয়োজনকে অবহেলা করে তিনি আমার পাশে নির্ঘুম রাত কাটান। সময়- সুযোগ পেলেই আমাদের দুই বোনকে নিয়ে ঘুরতে বের হন। আমি একদিন বড় হয়ে আমার বাবার জন্য কিছু করতে চাই। জানি মা-বাবার ঋণ শোধ করা কখনোই সম্ভব নয়। কিন্তু একজন সন্তান হিসেবে মা-বাবার প্রতি ভক্তি ও শ্রদ্ধা সহকারে সম্মান করা এবং তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা আমার কর্তব্য বলে আমি মনে করি। আমরা বছরে একদিন ঘটা করে বাবা দিবস পালন করতেই পারি। কিন্তু তার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে ভরে রাখতে চাই আজীবন।
অবশেষে কবির ভাষায় বলতে চাই:
বিশ্ব টাকে প্রথম আমার
বাবার চোখেই দেখা!!!
আজকে বাবার চুল পেঁকেছে
গ্রাস করেছে জরা।
তবু বুঝি বাবা থাকলেই
লাগে ভুবন ভরা।
বাবা এমন চশমা পরেন
পার করেছেন আশি…….
আজো তাঁকে আগের
মতোই অনেক ভালোবাসি।