বিল্লাল ঢালীঃ
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চাঁদপুরে প্রায় চারশ পরিবারকে বিনামূল্যে ঈদ বাজার দেয়া হয়েছে। শনিবার দুপুরে ৪৪পদাতিক ডিভিশনের পক্ষে তেজস্বীবীর (কুমিল্লা অঞ্চল) এর সার্বিক ব্যবস্থপনায় চাঁদপুর স্টেডিয়ামে এ ঈদবাজার বিতরণ করা হয়। ঈদ বাজারের মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, চিনি, পেঁয়াজ কাঁচাবাজারসহ বিভিন্ন সামগ্রী। এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর মোঃ খায়রুল ইসলাম ও ক্যাপ্টেন মোঃ ইহসানুল হক।
কুমিল্লা অঞ্চলের তেজস্বী বীর এর অধিনায়ক মেজর মোঃ খায়রুল ইসলাম জানান, আমরা প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছ থেকে কাঁচা শবজি কিনেছি।্ এখানে গরীবের মাঝে বিতরণ করেছি। আমাদের এ চেষ্টা হয়তো ছোট্ট কিন্তু আমাদের সাধ্য মতোই চেষ্টা করে যাচ্ছি মানুষের জন্যে কাজ করতে।