রিয়াজ শাওন:
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কোরআন ও সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ কবে আসছে। তারাই ধারাবাহিকতায় সংগঠনটি তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এবং সংগঠনের কাজ কে গতিশীল করতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর চাঁদপুর সদর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ২৩ ফেব্রয়ারী (বুধবার) বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর চাঁদপুর জেলা কমিটি পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট চাঁদপুর সদর উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। এই কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী।
৩১ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বীর মুক্তিযোদ্ধা ছানাউল্ল্যাহ্ সাহেব এবং সাধারন সম্পাদক মাও মুফতি কেফায়েত উল্লাহ সাহেব।
এছাড়াও, নতুন এই কমিটির ১ং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডর বাচ্চু মিঞা পাটওয়ারী, ২ং সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজম ই খান, ৩ নং সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী। এছাড়াও ১নং সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদ খান, ২নং সাংগঠনিক সম্পাদক মো রাসেল হোসেন পাটওয়ারী এবং সহ সাধারণ সম্পাদক এস কে মাকছুদ আলমসহ প্রমুখ।
নতুন কমিটি সম্পর্কে এই কমিটির ২নং সাংগঠনিক সম্পাদক মো রাসেল হোসেন পাটওয়ারী দৈনিক শপথকে বলেন,’ আলহামদুলিল্লাহ কোরআন ও সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।তারই ধারাবাহিকতায় আমাদের চাঁদপুর সদর উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব খেজমত করতে। আল্লার কাছে শুকরিয়া এবং আমি কৃতজ্ঞতা জানাই এই কমিটিতে আমাকে মনোনীত করার জন্য।