প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ১৪ থেকে ২০ নভেম্বর ২০২২ বাংলাদেশসহ বিশ্বব্যাপী গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক উদযাপন করবে গেøাবাল এট্রাপ্রেনিউরশীপ নেটওর্য়াক (জিইএন)। জিইএন’ এর উদ্যোগে গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক (বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ) বিশ্বের প্রায় ২০০টি দেশের ২০ হাজার পার্টনারের সহযোগিতায় ৪০ হাজার কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় ১ কোটি মানুষকে উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে অনুপ্রানিত এবং ক্ষমতায়নের নিমিত্তে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ পালন করবে।
বিশ্বের সাথে তাল মিলিয়ে জিইএন’ এর সদস্য দেশ হিসেবে জিইএন বাংলাদেশ মানুষকে উদ্যোক্তা উন্নয়নে সহায়তা এবং উদ্যোক্তা ইকোসিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে পালন করবে সপ্তাহব্যাপী গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক-২০২২। জিইএন বাংলাদেশ আশা করছে এ বছর গেøাবাল এট্রাপ্রেনিউরশীপ উইক পালনের মাধ্যমে সরাসরি প্রায় ৫০ হাজার মানুষকে উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে সচেতনতা প্রদান করবে। যারা এখনও তাদের উদ্যোক্তা যাত্রা শুরু করতে পারেনি তাদেরও ব্যবসায়িক ধারনা তৈরীতে সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের আরো বেশী সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজন করবে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং কনফারেন্স।
গত ২৫ সেপ্টেম্বর ২০২২ ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক উদযাপন ঘোষণা অনুষ্ঠানে জিইএন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সবুর খান সকল সরকারি, বেসরকারী কলেজ, পলিটেকনিক ও বিশ্ববিদ্যালয়কে নিজ নিজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক উদযাপন করার জন্য অনুরোধ জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক চেম্বার, এ্যাসোসিয়েশন, যুব সংগঠনকেও একই অনুরোধ করেছেন। গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক সম্পর্কে বিস্তারিত জানা যাবে
ওয়েবসাইটেঃ