বিল্লাল ঢালী:
চাঁদপুরের বিভিন্ন এলাকায় বহিরাগতদের প্রবেশে স্ব-উদ্যোগে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয়রা। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখায় যায় রাস্তার প্রবেশ পথে বা গ্রামের প্রবেশপথগুলোতে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সাঁটিয়ে দেয়া হয়েছে হাতে লেখা ব্যানার। যেখানে লেখা রয়েছে বহিরাগতদের প্রবেশ নিষেধ।
একার্য শেষে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিতেও দেখা গেছে।
শহরের মাজার সড়ক এলাকার বাসিন্দা মহিউদ্দীন তাজবিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সাময়িক সময়ের জন্যে আমাদের এলাকায় বিহরাগত লোকজন প্রবেশ নিষেধ। আদশক্রমে এলাকাবাসী।
কবি শাহমুব জুয়েল দুইটি ছবি পোস্ট দিয়ে লিখেছন, সচেতন হচ্ছে গ্রাম।
অপরএক ফেসবুক ব্যবহারকারি লিখেছেন, নিজ গ্রামে সাধারন মানুষ কে নিরাপদ ও সচেতন করা লক্ষে গ্রামের ভিতর রিক্সা, ভ্যান, মোটর সাইকেলসহ সকল যানবাহন এবং বহিরাগতদের সম্পূর্ন প্রবেশ নিষেধ করে ঐ এলাকা নিজ উদ্যেগে আমরা লক ডাউন করি।
সবাই নিজ নি গ্রামের মানুষকে সচেতন করতে এগিয়ে দয়া করে এগিয়ে আসুন।
নিজে নিরাপদে থাকুন, অন্যদের নিরাপদে থাকতে সতর্ক করুন।
বিঃদ্র: জরুরী সেবার জন্য বিকল্প পথ সম্পূর্ন খোলার ব্যবস্হা রয়েছে।
এদিকে চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ শাখাওয়াত উল্লাহ বলেন, গত দুইতিন দিনে নারানগঞ্জ থেকে অনেকেই চাঁদপুরে প্রবেশ করেছে। এলাকাবাসীর এ সচেতনতাকে সাধুবাদ জানাই।