মো. কবির মজুমদার:
মতলব দক্ষিণ উপজেলায় বেদখলকৃত জমি ও বর্গা নেয়া জমির টাকা ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেন। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন: ঘিলাতলী গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের মো. নাছির সরকার, তাঁর বোন পারভিন সরকার ও তাদের মা নূরজাহান বেগম।
ভুক্তভোগী মো. নাছির সরকার অভিযোগ করে বলেন, তার বোন পারভিন ১৯১৮ সালে ঘিলাতলী গ্রামের মৃত আব্দুল মান্নান সরকারের ছেলে বোরহানের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে ৭০ শতাংশ জমি বর্গা নিয়ে চাষ করে আসছেন। গত ৭ মাস আগে টাকা ফেরত না দিয়ে বোরহান জোর করে বর্গা দেয়া জমি দখল করে ভেকু যন্ত্র দিয়ে কৃষি জমির মাটি কেটে পুকুর বানিয়েছে। একই সাথে ওই জমির পাশে থাকা নাছির সরকারের পৈতৃক সম্পত্তি আড়াই শতাংশ জমিও দখলে নেয় বোরহান সরকার। গত মঙ্গলবার বর্গা দেয়া জমির টাকা ও বেদখলকৃত সম্পত্তি ফেরত চাওয়ায় বোরহান সরকার দলবল নিয়ে তাদের উপর হামলা করে। এসময় তাদের ঘরবাড়ি ভাংচুর করে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আমাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। এ ঘটনায় মো. নাছির সরকারের বোন সাবিনা আক্তার ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেন।
অভিযুক্ত বিবাদীরা হলেন- ঘিলাতলী গ্রামের মৃত আব্দুল মান্নান সরকারের ছেলে বোরহান সরকার, তার ভাই জাহাঙ্গীর সরকার, ভাতিজা শরীফ সরকার, রুবেল সরকার, খাদিজা, হালিমা, খায়রুন ও ফাতেমা। এ প্রসঙ্গে মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সালেহ আহম্মেদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।