মতলব উত্তর প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে ৫২ ভাষা আন্দোলনে শহীদ হওয়া সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৮৭ ব্যাচ এর বন্ধুমহলের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে শহীদ মিনার।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আঃ বাতেন ফরাজী। মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও প্রয়াত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এরপর ৫২ মহান ভাষা আন্দোলনের অমর শহীদ স্মরণে ভাষা শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানানোর জন্য এসএসসি ব্যাচ ১৯৮৭ ব্যাচ এর উদ্যোগে শহীদ মিনারের নির্মিত কাজের শুভ উদ্ধোধন করা হয়। এর আগে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বেনজির আহম্মেদ, প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ব্যাচ ১৯৮৭ এর উপদেষ্টা মোঃ জাকির খান, সহ-সভাপতি মোঃ ফারুক ফরাজী, কোষাধ্যক্ষ মোঃ আহম্মদ উল্লাহ দর্জি, উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম খান, মোঃ ছানাউল্লাহ সরকার, মোঃ আবু তাহের মিয়াজী, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম সারোয়ার, আঃ হক খান, মোঃ বাদল ঢালী, মোঃ মানিক বেপারীসহ এসএসসি ব্যাচ ১৯৮৭ সালের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।