সুমন আহমেদ
মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে ২১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। যার মধ্যে সভাপতি পদে ৩জন, সহ-সভাপতি পদে ১জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও সদস্য পদে ১৪জন। গতকাল মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৫ ফেব্রæয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম মঙ্গলবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সভাপতি পদে মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোঃ মোবারক হোসেন মুফতী, আব্দুল মান্নান লস্কর, সহ-সভাপতি পদে জাকির হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম সরকার, আবু ইউসুফ লস্কর ও মোঃ এরশাদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া সদস্য পদে নুর মোহাম্মদ খান, রহমত উল্লাহ সরকার, মনিরুল ইসলাম মনির, মোঃ মিজানুর রহমান, আফরোজা মাসুদ, খোরশেদ আলম ভুট্টু, আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ শেখ সাদী, বাবুল হোসেন, মোহাম্মদ মিন্টু, জাহাঙ্গীর হোসেন, নাজিম হোসেন ও নাসির উদ্দিন খোকা। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ নাজমুল খান ও মামুন মিয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রাতে ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৭ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৫ ফেব্রæয়ারী। প্রার্থীদের প্রতীক বরাদ্দের তারিখ ৫ ফেব্রুয়ারী। আর ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ। সমিতির মোট ভোটার রয়েছে ৪শ ৭৩জন।
ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম বলেন, আগামী ১৫ ফেব্রæয়ারী ছেংগারচর পৌর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যবসায়ীদের নিয়ে গড়া ঐতিহ্যবাহী এ সমিতির নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপক্ষ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়াই আমাদের নির্বাচন পরিচালনা কমিটির লক্ষ। আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।