স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে বজ্রপাতে আঃ হামিদ শেখ (৬০) নামের এক নৌকার মাঝি মারা গেছে। ফায়ার সার্ভিস সদস্যরা মাঝির মৃতদেহটি নদী থেকে উদ্ধার করে। রোববার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত আঃ হামিদ শেখ (৬০) ২ মেয়ে ও ১ ছেলের জনক।
জানা যায়, আঃ হামিদ শেখ ঢালিরঘাট এলাকার ডাকাতিয়া নদীতে ডিঙ্গি নৌকাযোগে যাত্রী পারাপার করতো। রোববার দুপুরে সে নদী পাড় হয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে আসছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে তা আঃ হামিদ শেখের উপর পরলে তিনি নদীতে পড়ে যান।
নদীতে থাকা মাঝিরা তা দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে স্হানীয় লোকজন চাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। ফায়ার সার্ভিসের লিডার মোসলেম মিয়াজির নেতৃত্বে ডুবুরি দল ঘটনা স্হলে ছুটে যায়।
মাঝিদের দেখানো স্হানে ডুবুরি আমিনুর রহমান ডাকাতিয়া নদীতে নেমে প্রয় ৩০ ফুট গভীর পানির তলদেশ থেকে আঃ হামিদ শেখের লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, মৃত আঃ হামিদ শেখের শরীরের একাংশ বজ্রপাতের আঘাত লেগেছে। যার কারণে সে নদীর পানিতে তলিয়ে যায়।