মোঃ রাছেল, কচুয়া:
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কচুয়া উপজেলা যুবলীগের আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুর আলম স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সাথে আমার পরিচয় ছিল ১৯৫৬ সালে থেকে। সেই থেকেই পরবর্তী কার্যক্রম গুলো তাঁর আদর্শের আলোকে করেছি। বঙ্গবন্ধু এ দেশের মানুষের আস্থা অর্জন করে মানুষকে স্বাধীনতার পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধুর কারনেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধুকে সবর্দা আমাদের মনে রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শই আওয়ামী লীগের আদর্শ। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা পাপিষ্ট, দেশদ্রোহী। বঙ্গবন্ধুকে হত্যা কাজে জড়িতদের মধ্যে চার জন ছাড়া বাকি সবাইকে ইতিমধ্যে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। বাকিদেরকে দেশে এনে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। তাদের এমন ভাবে শাস্তি কার্যকর হবে যেন তাদের বংশধর এই বাংলাদেশে মুখ দেখাতে সাহস না পায়। বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই আমরা এদেশের মানুষের জয় প্রতিষ্ঠত করবো।
উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মাসুদুর রহমানের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি সুলতানা খানম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, সহ-সম্পাদক গাজী কামাল, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন সবুজ, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা পারভিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিন প্রমূখ। আলোচনা শেষে মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা শাহজালাল। পরে গণভোজের আয়োজন করা হয়।
আজ,
বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।