বোরহান উদ্দিন ডালিম
এবারের বইমেলায় লেখক, বাচিকশিল্পী, উপস্থাপক, সংগঠক, শিক্ষক ও সমাজসেবী অধ্যাপিকা রাজিয়া সুলতানার লেখা বই ‘ভালোবাসার নীল পাখি’ মোড়ক উন্মোচন করা হবে।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা পাটোয়ারী বাড়িতে জন্মগ্রহণ করেন এই লেখিকা।তিনি ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স এবং ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং (ইএলটি) এ মাস্টার্স সম্পন্ন করেছেন।
প্রথমে ক্যামব্রিয়ান কলেজসহ কয়েকটি কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেছেন। আল ফালাহ আইডিয়াল স্কুলে প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তারপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (ইইউবি) তে উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছোটবেলা থেকেই তিনি কবিতা লেখালেখি শুরু করেন। দ্বিতীয় শ্রেণীতে পড়া অবস্থায় বেশ কিছু পুরস্কারও পেয়েছেন।আবৃত্তির পাশাপাশি উপস্থাপনার প্রতি তার বেশ দুর্বলতা রয়েছে। বর্তমানে উপস্থাপনা তার নেশা হয়ে গেছে। অনলাইন ভিত্তিক এবং বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান তিনি সঞ্চালনা করেন।
ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাজিয়া সুলতানা। তার বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে ‘জাগো প্রজন্ম’, ‘এক প্রজন্মের কাব্য’, ‘আমাদের কাব্যকথা, উর্মি-১, উর্মি-২ সহ আরও বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
তিনি বিভিন্ন দৈনিক ও অনলাইনে গণমাধ্যমে নিয়মিত কবিতা, প্রবন্ধ, ছোটগল্প ও কলাম লিখেন। ‘ভালোবাসার নীলকন্ঠ’ বইটি তার প্রথম মৌলিককাব্যগ্রন্থ। প্রেম, বিরহ ভালোবাসা, জীবন সম্পর্কে গভীর উপলব্ধি, সমাজের বিভিন্ন অসঙ্গতি, প্রকৃতি, দেশপ্রেম, মানবতা ও বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কিছু কবিতা রয়েছে এ গ্রন্থে। লেখালেখি ও কলমের আচড়ে সমাজকে পরিবর্তন করার প্রয়াস তার।
জাগো ফাউফাউন্ডেশন, ভিন্নমাত্রা আ্যওয়ার্ড, আর কে ধর ফাউন্ডেশন আ্যাওয়ার্ড, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কর্তৃক বিভিন্ন সময়ে সম্মাননা পদক পেয়েছেন।
রাজিয়া সুলতানার বাবা মরহুম একেএম বদিউর রহমান পাটোয়ারী মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক ছিলেন এবং সেই সাথে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।