ইমরান নাহিদ
যদি কখনো হারিয়ে যাও;
তোমার খোঁজে ফেরারি হবো।
এতোটাই ফেরারি হবো যে
একজন কবিরও কল্পনার অধীর।
পৃথিবীর আলো-বাতাস ছেড়ে
ছুটে চলবো মহাশূন্যে।
প্রথমে চাঁদ তারপর মার্কিউরি
উত্ত্যপ্ত শুক্র আর শীতল নেপচুনেও
পা রাখবো তোমার খোঁজে।
টু-ম্যাস, অ্যালদ্রিবার্ন, রিজেল পেরিয়ে
ইউ ওয়াই স্কটির পথে
আকাশ-গঙ্গার পরতে পরতে খুঁজবো তোমায়।
লক্ষ লক্ষ আলোকবর্ষ ছাড়িয়ে
মিল্কওয়ে গ্যালাক্সি পেরিয়ে
ইউনিভার্স, মাল্টিভার্স, ওভারভার্সেও যাবো
তোমায় খুঁজতে।
এই বিশ্ব ব্রহ্মা-ের প্রতিটি স্থানে বিচরণ করবো
শুধু তোমায় খুঁজতে।
যদি সেখানেও তোমায় খুঁজে না পাই
তবে ভেবো না হেরে গেছি।
দেহটাকে ছিন্ন করে…
চলে যাবো স্বর্গের সোপানে।
অতঃপর; খুঁজবো এবং খুঁজেই যাবো
ফেরারি হয়ে পরপারে।