সম্পাদকীয়
সমগ্র বিশ্ব যার যার অবস্থান থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ উপভোগের অপেক্ষায় ছিল অনেকদিন ধরে। ফুটবল বিশ্বকাপ সমগ্র পৃথিবীর মানুষকে একটি বলের দিকে দৃষ্টি নিবন্ধনের চেষ্টা চালাচ্ছে। গোল পৃথিবী গোল বল দুটা একই দেখতে, একটি আরেকটির মতো। ফিফা ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের সারা পৃথিবীর তুলনায় ব্যাপক ব্যতিক্রম অনুভূতি প্রকাশ পেয়ে থাকে। যে দেশে খেলা হচ্ছে সেই দেশে খেলায় অংশগ্রহণ করছে সে দেশের জনগণ ও এত উল্লসিত নয় উৎফুল্ল নয় বাংলাদেশের বাঙালি জাতি যতটা উৎফুল্ল। পৃথিবীর বিভিন্ন দেশের অংশগ্রহণে ফিফা ফুটবল বিশ্বকাপ চলছে এমন দেশ ফুটবল বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করছে যাদের দেশের জনগণের এই বিষয়টাতে তেমন কোনো অনুভূতি প্রকাশ হচ্ছে না। অথচ আমরা বাঙালি আমরা বাংলা ভাষাভাষী বাংলাদেশের মানুষ আমাদের মধ্যে ভীন দেশীয় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং বিভিন্ন দেশের সমর্থনের ব্যাপক প্রতিযোগিতা বিদ্যমান রয়েছে। কি হবে এ ব্যাপক সমর্থনের ফলে সময়ের অপচয় অর্থের অপচয় হানাহানি জনে জনে অহেতুক তর্কবিতর্কের এক নোংরামো। এছাড়াও এই খেলাকে কেন্দ্র করে বহুমাত্রিক অনৈতিক আর্থিক লেনদেন এত সবকিছুর পরেও খেলাকে কেন্দ্র করে খুনখারাবির ঘটনা ও ঘটে থাকে। তাহলে যে দেশের খেলোয়াড়রা ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করছে সে দেশ যেখানে তাদের খেলোয়াড়দের বা খেলার বিষয়েই তেমন উৎফুল্লতা নেই। অথচ আমরা বাঙালি আমরা বাংলাদেশী বাংলাদেশের মানুষ এমন দেশগুলোর সমর্থনে বহুমাত্রিক অপরাধের সাথে অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়ে নিজের সার্বিক ক্ষতি করছি কি না তা একবার ভেবে দেখা উচিৎ নয় কি? এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আন্তর্জাতিক বিশ্বমানের খেলা বিশ্বের মধ্যে অবস্থান করার কারণে দেখা না দেখায় কিছু আসে যায় না। যদি আমার নৈতিক চিন্তা চেতনা আচার আচরণ ঠিক থাকে কোন প্রকারের অহেতুক কর্মকাÐের অহেতুক অযাচিত কর্মের বহিঃপ্রকাশ না হয় আর্থিক অপচয় না হয় সম্পর্ক নষ্ট না হয় ঘৃণ্য যত কাজ আছে সেই সকল কাজের দৃষ্টান্ত স্থাপন না হয় তাহলে তো কোন বাধা নেই। কিন্তু নিজের দেশের পতাকা পদদলিত করে ভিনদেশীয় জাতিদের পতাকা ঘর বাড়ি রাস্তাঘাট ভরে দেওয়া এ কেমন সমর্থন। এসব থেকে শিক্ষা নিতে হবে জাতিকে সঠিক চিন্তা চেতনায় ব্যক্তিগত মনস্তাত্তি¡ক পরিস্থিতির উন্নতি করতে হবে। ব্যক্তি সংশোধন পারিবারিক সংশোধন সামাজিক সংশোধন তথা সামগ্রিক রাষ্ট্রীয় চিন্তা চেতনায় ব্যাপক সংশোধনের প্রয়োজন রয়েছে বলে মনে করে নৈতিক চিন্তা চেতনা বোধসম্পন্ন ব্যক্তিগণ।