রিফাত কান্তি সেনঃ

করোনা ভাইরাস মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস পালন করেছে ফরিদগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি।
দিবসটি উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সদস্যরা। পরবর্তীতে কমিউনিটির সদস্যরা ফরিদগঞ্জ বাজারে সচেতনতা ক্যাম্পেইনের মাধ্যমে বাজারে আগত সাধারণ মানুষকে সামাজিক সচেতনতা মেনে চলার আহ্বান জানান এবং সাধারণ মানুষের মাঝে তিন শতাধিক মাস্ক বিতরণ করেন।
বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা ফরিদগঞ্জে অনলাইন ভিত্তিক প্লাটফর্ম “ফরিদগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি” বিজয় দিবস উপলক্ষে “বিজয় উৎসব” নামে প্রতিযোগিতার আয়োজন করেছে। যাতে আবৃত্তি, চিত্রাঙ্কন ও আর্টিকেল কয়েকটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। ডিসেম্বর শেষ সপ্তাহে প্রকাশিত হবে প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার তুলে দেওয়া হবে প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে।