আমান উল্লাহ খান ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নে ইভটেজিং, মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা মো: আতিক খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান খন্দকার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী মো: আরিফ খান, সহকারি অধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী, ইংরেজী প্রভাসক আফজাল হোসেন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আরবী প্রভাসক আরিফুর রহমান, অভিভাবক সদস্য মো: আবুল হাসনাত নয়ন, আমির পাটওয়ারী, আলমগীর পাটওয়ারী, কাউছার আলম শিফন, সজিব ফারভেজ, শিক্ষক মামুনুর রশিদ, আব্দুল খালেকমহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সভায় অতিথি ও অভিভাকরা তাদের বক্তব্যে বলেন, মাদক, ইভটেজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। যেখানেই এধরনের অভিযোগ উঠবে সেখানেই এসকল কার্যকলাপ’র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা চাই আমাদের সন্তানরা আগামিতে আর কোন নির্যাতনের শিকার না হয়। এবং ইভটেজিং এর মত গ্রাম্য ভাইরাসে আক্রন্ত না হয়। আমরা শিক্ষকরা যেমনি ভাবে এবিষয়ে সোচ্চার থাকবো ঠিক একই ভাবে এই গ্রামের এবং অত্র মাদ্রাসার অভিভাবকরাও সোচ্চার থাকার চেষ্টা করবো। যাতে করে কোন ভাবেই শিক্ষার্থীরা ইভটেজিং ও বাল্যবিবাহসহ নারী নির্যাতনের শিকার না হয়।
এসময় একজন অভিভাবক বলেন, আপনারা যদি এসকল বিষয়ে সচেতন না হন, তাহলে আপনারাও আমার মত মেয়ের উপর নির্যতনের বিচারের জন্য মানুষের দ্বারে দ্বারে গুরতে হবে। বর্তমানে কোন জায়গাতে টাকা ছাড়া বিচার পাওয়া যায় না। যারা অভিভাবক আছেন আপনারা শক্ত হাতে প্রতিবাদ করুন। কারন আমি টাকা দেইনাই বিদায় এখনো বিচারের সম্মুখিন হতে পারি নাই।