প্রেস বিজ্ঞপ্তি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা সংগঠন প্রজ্জ্বলন এর আয়োজনে প্রথম বারেরমমত ফরিদগঞ্জ অনুষ্ঠিত হচ্ছে ‘শিশু উৎসব ‘।
বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতীয় শিশু দিবসে দিনব্যাপি সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা সহ ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে এ প্রথম ফরিদগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ‘শিশু উৎসব’।
আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর ভাবে অনুষ্ঠানটি আয়োজন ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বর।
“প্রজ্জ্বলন” এর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, বিশিষ্ট সমাজসেবক ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সউদ।
দিনব্যাপি ক্রীড়া অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন।
শিশু উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন
দৈনিক শপথ, আজকের পত্রিকা, চাঁদপুর দর্পন, প্রিয় চাঁদপুর, ফরিদগঞ্জ সংবাদ।