ইকবাল বাহার:
চাঁদপুরে চান্দ্রা দরবার শরীফের তাসাউফ ভিত্তিক আধ্যাত্মিক অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে এশায়াতে ছাইফীয়া মুজাদ্দেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার খানকায়ে এনায়েতীয়া সাইফিয়া নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া চান্দ্রা দরবার শরীফে কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে সকল নেতৃবৃন্দের সম্মতিক্রমে ড. এস এম হুজ্জাতুল্লাহ নক্শবন্দী মুজাদ্দেদীকে আমীরে আলা, আলহাজ এমএ বারী খাঁন ও আলহাজ ইঞ্জি. মো. মাহফুজুর রহমানকে সিনিয়র নায়েবে আমীর, অ্যাড. ড. মোঃ কামরুল হাসান সাইফীকে মহাসচিব এবং মোঃ মোসলেহ উদ্দিন মানিককে সাংগঠনিক সম্পাদকসহ মোট ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চান্দ্রা দরবার শরীফ পীর সাহেব ও সংগঠনের আমীরে আলা পীরে তরীকৃত হযরতুল আল্লামাহ ড.এসএম হুজ্জাতুল্লাহ নক্শবন্দী মুজাদ্দেদী।
এ সময় সংগঠনের আগত বক্তারা বলেন, ঈমান-আকিদা, শরিয়ত-ত্বরিকত এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি দেশের বাহিরেরও ১৯টি দেশে এই সংগঠনের কমিটি করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে এই সংগঠনের আরও ব্যাপ্তি লাভ করবে।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, গাজী সিরাজুল ইসলাম, ফেনীর সিভিল সার্জন অ্যাড. ড. মোঃ কামরুল হাসান সাইফী, চাঁদপুর জেলার ২০২২ সালের করদাতা আব্দুল লতিফ তফাদার, ৮নং উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্যা, ৯নং গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান হাজী শেখ মোঃ শাহ্ আলম, আব্দুল বারী সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাফুজুর রহমসহ আরও অনেকে।