ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (২৩ জানুয়ারি) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। যৌথ এ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পচিালক নুর হোসেন রুবেল জানান, এসব প্রতিষ্ঠানের মধ্যে মূল্য তালিকা না থাকায় এবং যথোপযুক্ত অগ্নি নিরাপত্তা না থাকা যা ভোক্তার জীবন হানি ঘটতে পারে এ মর্মে অপরাধ সংঘটিত করার দায়ে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক ৪টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক একই অপরাধ সংঘটনের দায়ে হাজী এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করে। ৪ প্রতিষ্ঠানের মধ্যে সাবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, শিমু এন্টারপ্রাইজ ১০ হাজার টাকা, মেঘনা ট্রেডার্স ১ হাজার টাকা এবং হাজী ট্রেডার্স ৫ হাজার টাকা জরিমানা করা হয়।