আমান উল্লাহ খান ফারাবী:
‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ¯স্লোগান সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২২-২৩ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় বর্ষা প্লাবিত জলাভ‚ মি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা’র সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় সিনিয়র সহকারি পরিচালক আবু সাঈদ,
ফরিদগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা ফারহানা আক্তার রুমা বলেন, আজ আমরা ২৭৫ কেজি পোনা মাছ ১৮টি প্রাতিষ্ঠানিক ও ২টি জলাশয় অবমুক্ত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য জুবায়দা আক্তার খুঁশি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন, আওয়ামী লীগনেতা জিএম হাসান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।