ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলার ৮ পাইকপাড়া (দঃ) ইউনিয়নের ইছাপুরা পাটওয়ারী বাড়ি থেকে সাহাপুর চৌরাস্তা পর্যন্ত ১.০০ কি.মি. কাঁচা রাস্তার দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় গত কয়েকদিনের বৃষ্টির পানিতে রাস্তার মাঝে কাঁদা জমে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বড় বড় গর্তগুলো এখন যেন এক একটি দূর্ঘটনার মহা ফাঁদে পরিণত হয়েছে। বিভিন্ন সময়ে পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য নানা রকম ভোগান্তিতে পড়তে হয়। এই সড়কটি ব্যবহার করেই উপজেলা সদরে যাতায়াত করে স্থানীয়রা।
৮ নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন পরিষদের কবি রূপসা, জামালপুর, বালিছাটিয়া, নদনা, দায়চারা, চৌঁমুখা, ইছাপুরা’র জনসাধারণের যাতায়াতের প্রধান সড়ক এটি। বড় গর্ত হওয়া ও কাঁদা জমে থাকায় বর্তমানে রাস্তাটি গাড়ি (রিক্সা, সিএনজি, ইজিবাইক) চলাচলের জন্য সম্পূর্ণভাবে অনুপযোগী হয়ে পড়েছে।
জনসাধারণর বহুল ব্যবহিত এই সড়কটি সংস্কারের দাবিতে ১৬জুন (মঙ্গলবার) স্থানীয় কয়েকজন যুবক ও এলাকাবাসী পাইকপাড়া ইউনিয়ন পরিষদের কাঁদাময় রাস্তার বিভিন্ন অংশে ধানের চারা রোপন করে অভিনব পদ্ধতিতে পথ অবরোধ করে নীরব প্রতিবাদ জানায়।
সড়কটি সংস্কারের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের কাছে ভুক্তভোগী এলাকাবাসীর আকুল আবেদন অতিশীঘ্রই এই রাস্তাটির বাজেট প্রনয়ণ করে রাস্তা পাকা করা হোক।