স্টাফ রিপোর্টার :
চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের ইসলামপুর এলাকায় সিএনজি চালিত অটো ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে রহমত উল্লাহ (৪০) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছে। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। সোমবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহমত উল্লাহ গোবিন্দপুর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে। এবং চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি চাঁদপুর থেকে ফরিদগঞ্জ যাচ্ছিল। এবং মোটর সাইকেল আরোহী মৃত রহমত উল্লাহ চাঁদপুরের উদ্দেশ্যে আসছিলো। এ সময় তাদের মুখোমুখি সংঘর্ষের সাথে সাথে ঘটনাস্থলে রহমত উল্লাহ মারা যান। দুর্ঘটার সাথে সাথে সিএনজি চালক গাড়ি ফেলে ওখান থেকে পালিয়ে যায়।
চাঁদপুর মডেল থানা পুলিশ সিএনজি জব্দ করেছে