ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে সাড়ে ১৭ হাজার পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় নগদ ৬০ হাজার টাকাও জব্দ করা হয়। সোমবার দুপুরে তাদের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের জয়শ্রী পাটওয়ারী বাড়ি থেকে আটক করা হয়।
আটককতৃরা হলেন, ফরিদগঞ্জের মাছুয়াখালীর মোঃ আব্দুল হাই এর ছেলে মামুন পাটওয়ারী (৪২), চট্টগ্রামের লোহাগড়া উপজেলার সুখছড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে মোঃ রাসেল (৩৫) এবং মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ রেজাউল (২২)।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এস আই আবদুল জলিল ও এ এস আই হাবিবুর রহমান এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটক মামুন পাটওয়ারীর ছোট ভাই সালাউদ্দীন (২০) কিছুদিন আগে ২১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার হয়। এখন সে বর্তমানে জেলহাজতে রয়েছে। এদিকে চাঁদপুরের মাদক আটকের সবচেয়ে বড় চালান বলে দাবি করছে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, আর আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের কোর্টে চালান দেয়া হবে বলে জানান তিনি।
আজ,
বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।