স্টাফ রিপোর্টার :
চাঁদপুর ফরিদগঞ্জে মোটর সাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে জাহেদ (১৬) ও রায়হান (১৭) নামের দুইজন ইন্টারনেট সার্ভিসকর্মী নিহত হয়েছে। এসময় আলআমিন (১৬) নামে তার আরো একজন সহকর্মী গুরুতর আহত হয়। সোমবার দুপুরে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টিএন্ডটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায় , ফরিদগঞ্জ ব্রড ব্যান্ড ইন্টারনেট সার্ভিসকর্মী জাহেদসহ ৩জন মোটর সাইকেলযোগে লাইন তদারকি করতে যাওয়ার সময় চাঁদপুর- লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের টিএন্ডটি এলাকার পূর্ব পার্শে পাঠান বাড়ীর সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আল- আমিন ও রায়হানকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় রায়হানের মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি চালককে আটক করা হয়েছে।