ফাহাদ খাঁন:
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট বাজারে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রোজ হেভেন কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে কিন্ডারগার্টেনের ম্যানেজিং কমিটি, অভিভবাক, শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোজ হেভেন কিন্ডারগার্টেনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের (আব্বাস পাটওয়ারী)র সভাপতিত্বে ও পরিচালক মো. ওমর ফারুক পাটওয়ারীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, বিশেষ অতিথি ছিলেন, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. শাহআলম শেখ, চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. শামসুদ্দিন পাটওয়ারী, উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথান শিক্ষক মো. নজরুল ইসলাম খাঁন, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম, উত্তর চর বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।
এসময় বিদ্যালয়ের আশেপাশের গ্রামগুলোতে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষে প্রতিষ্ঠিত মানসম্মত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রোজ হেভেন কিন্ডারগার্টেনের পরিচালনা পরর্ষদ, শিক্ষক-শিক্ষার্থীদের চলাফেরা আচরণ আচরণে ও সঠিক পাঠদানে সন্তুষ্ট হয়ে বিদ্যালয়টির সফলতা কামনা করেছেন অভিভাবক ও অতিথিরা।