শরীফ আহমেদ, ফরিদগঞ্জ:
বৈশ্বিক মহামারির কারনে বাংলাদেশেও অসহায় কর্মহীন মানুষ চরম খাদ্য সংকটে ভূগছে। কর্মহীন মানুষের খাদ্যের অভাব ঘুচানোর উদ্দেশ্যে দেশের সর্বত্র সমাজ সচেতন মানুষদের তৎপরতা লক্ষ্য করা গেছে। ফরিদগঞ্জেও নিয়মিত চলছে কর্মহীন, অসহায় ও গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।
২১ এপ্রিল থেকে ফরিদগঞ্জে চলছে যুবদল নেতা আব্দুল মতিনের খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচী।
ফরিদগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে পাঁচশত কর্মহীন, অসহায় মানুষের মাঝে চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন খাদ্য সামগ্রী বিতরন শুরু করেছে। আব্দুল মতিন জানায়, দলীয় নির্দেশে সারা দেশের বিএনপি’র নেতারা অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। আমিও ফরিদগঞ্জ বিএনপি’র সমন্বয়ক আলহাজ¦ এম এ হান্নানের সাথে আলাপ আলোচনা করে সাধ্যানুযায়ী খাদ্য সামগ্রী বিতরন করছি। এ সময় উপস্থিত ছিল আলম চৌধুরী, মঞ্জুরুল ইসলাম পাটওয়ারী, কবির হোসেন প্রমূখ।