আবদুস সালাম:
ফরিদগঞ্জে আলো (১৫) নামে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া এলাকার রোশনআলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আলো ওই বাড়ির ইউসুফ আলীর ছোট মেয়ে। সে চারপাড়া মোহাম্মদীয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী।
নামপ্রকাশে অনিচ্ছুক বাড়ির লোকজন জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার সময় আলো তাদের বাড়ির উত্তর পাশে চন খেতে রোদ পোহাতে যায়। কিছুক্ষণ পর সে গায়ের ওড়না ছাড়াই কান্না করতে করতে দোঁড়ে ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। এরপর কিছু সময় পর বাড়ির লোকজন তাকে ফ্যানের সাথে ঝুঁলতে দেখে।
এ বিষয়ে আলোর বাবা ইউসুফ বলেন, আমার চার মেয়ের মধ্যে আলো ছোট। আমি রাজমিস্ত্রির কাজে সারাদিন বাড়ির বাইরে থাকি। কি কারণে আলো আত্মহত্যা করেছে তা আমার জানা নেই। তিনি আরো বলেন, আমার মেয়ের মাথায় মাঝে মাঝে সমস্য দেখা দেয়। ঘরের কারো কোন কথা শুনেনা। তার ইচ্ছেমত চলে। আমরা ডাক দিলে আমাদের সঙ্গেও খারাপ আচরণ করতো। যদিও স্থানীয়দের দাবী আলোর আত্মহত্যাটি রহস্যজনক।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বাহার মিয়া জানান, ছাত্রী আত্মহত্যার ঘটনাটি শুনে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়না তদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।