ফাহাদ খাঁন:
ফরিদগঞ্জে আহসানুল প্রকাশে নাজমুল (৪১) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার শোভান গ্রামের কালুর দোকানের সামনে থেকে তাকে আটক করার পর গতকাল মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত আসামী জামালপুর জেলার মেলান্দহ থানাধীন বায়রাডাঙ্গা গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে। সে বিভিন্ন স্থানে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শোভান গ্রামে কালুর দোকানের সামনে আহসানুল প্রকাশে মিরাজ নিজেকে ডিবি পুলিশের এসি পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় তার আচরনে স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে তাকে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয় তারা। পরে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক কুদ্দুসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ডিবি পুলিশের এসি ডিবি দাবী করে প্রতারণার অভিযোগে আহসানুল প্রকাশে নাজমুলকে গেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিপূর্বে হাজারিবাগ থানা (ডিএমপি) ঢাকায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগ মামলা রয়েছে।