স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জের ১নং বালিধুবা পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের এমটিবি ব্রিক ফিল্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি গাজী বাড়ির সামনে থেকে শুরু হয়ে টুবগী বটতলা বাজারে এসে শেষ হয়। পরে টুবগী বাজারের চাঁদপুর-রায়পুর সড়কের পাশে মানববন্ধন ও সড়ক অবরোধ করে তারা।
মানববন্ধনে মোঃ খোকন গাজী, মোঃ রোকন গাজী, আব্বাস গাজী হোসেন, গাজী রওশন আরা বেগম, আলাউদ্দিন গাজী, শরিফ গাজী, নাজির গাজী, হোসেন গাজী, মাসুদ গাজী, হারুন খা, সোহাগ খান, শুক্কুর খানসহ প্রায় শতাধিক লোক অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, এই ইটভাটাটি ইউনিয়ন ৯নং ওয়ার্ড টুবগী গ্রামের লোকালয়ের ফসলী জমিতে গড়ে তোলা হয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশ ও গ্রামবাসী। নষ্ট হচ্ছে স্কীমের জমি, ভাড়ী যান ব্যবহার করে ইট পরিবহনের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে এল.জি.আর.ডি রাস্তা। নষ্ট হচ্ছে জমির ফসল, উর্ভরতা হারাচ্ছে ফসলি জমি। তাছাড়া এই ব্রিক ফিল্ডের একেবারে কাছাকাছি রয়েছে কয়েকটি ঘনবসতিপূর্ণ গ্রাম। ব্রিকফিল্ডের কালো ধোঁয়ায় গ্রামের বিভিন্ন প্রকার গাছের ফুল ও ফলের কলি নষ্ট হচ্ছে। তাছাড়া ব্রিকফিল্ডের ইট তৈরির জন্য চারপাশের জমির মাটি কেটে গর্ত করা হচ্ছে।
বক্তারা বলেন, দীর্ঘ দিন এলাকাবাসী মালিকপক্ষকে ব্রিকফিল্ড চালাতে নিষেধ করে আসছে। কিন্তু মালিকপক্ষ এলাকার জনসাধারণের কথা কর্ণপাত না করে ব্রিকফিল্ড চালিয়ে মানুষের ও ফসলি জমির ক্ষতি সাধন করে আসছে। ইতোমধ্যে এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী গণবসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপনের কোন বিধান না থাকলেও তা বন্ধ হচ্ছে না। বর্তমানে সেখানে ইট তৈরির কাজ চলছে। এই নিয়ে এলাকাবাসী খুবই আতংকিত রয়েছে। তাই নিরীহ এলাকাবাসী ইতিমধ্যে ব্রিকফিল্ডটি বন্ধের জন্য গণস্বাক্ষর করতে বাধ্য হয়েছে। তাই পরিবেশ রক্ষায় ও আমরা এই ব্রিক ফিল্ড বন্ধের জোর দাবি জানাই। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন বিক্ষোভকারীরা।